নয়াবার্তা প্রতিবেদক : ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আজ মঙ্গলবার নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ‘আমরা কখনো বলিনি ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আমরা বলেছি, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন হবে।’
১০ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হবে।
চলতি বছরের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির ২৯ তারিখের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কর্মপরিকল্পনা অনুযায়ী সব কাজ চলছে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছি আমরা। কখন ভোট হবে কমিশন সভায় চূড়ান্ত হবে।’
আরেক প্রশ্নের জবাবে মো. আলমগীর জানান, রাষ্ট্রপতির পদ লাভজনক নয়, এটা সাংবিধানিক পদ। সে ক্ষেত্রে নবনির্বাচিত রাষ্ট্রপতি দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে আইনগত কোনো বাধা নেই।