নিজস্ব বার্তা প্রতিবেদক : ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ স্লোগানে নয় দফা দাবিতে রাজধানীর শাহবাগে থেকে লংমার্চ নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রা শুরু করেছেন কয়েকটি বামপন্থী ও নারী সংগঠনের নেতাকর্মীরা৷ শুক্রবার সকাল ১০টা থেকে শাহবাগে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে৷ পরে পৌনে ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ থেকে বেগমগঞ্জ পর্যন্ত লংমার্চ কর্মসূচি শুরু করেন তারা৷
কয়েকটি স্থানে থেমে লংমার্চ নিয়ে বেগমগঞ্জে যাওয়ার কথা রয়েছে৷ শাহবাগ থেকে পায়ে হেঁটে প্রথমে রাজধানীর গুলিস্থানে যাবেন তারা৷ পরে বাসে করে যাবেন নারায়ণগঞ্জে৷ সেখানে লংমার্চ সফলে সমাবেশ করবেন৷ এরপর দুপুরের খাবার শেষ করে বিকেলে কুমিল্লা গিয়ে অবস।তান করবেনন৷ সেখানেও সমাবেশ করবেন তারা৷ ফেনীতে গিয়ে রাত্রীযাপন করে ১৭ অক্টোবর নোয়াখালীর মাইজদীতে গিয়ে সমাবেশ করে শনিবার ঢাকায় ফিরবে দলটি৷
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ-সভাপতি সাদিকুল ইসলাম সাদিক জানান, নোয়াখালীতে সাড়ে চারশ নেতাকর্মী যাচ্ছে৷ প্রথমে গুলিস্থান থেকে সাতটি বাসে যাত্রা শুরু করবেন তারা৷ পরে নারায়ণগঞ্জ থেকে আরও পাঁচটি বাস যুক্ত হবে৷ সর্বমোট ১২টি বাসে সাড়ে চার শতাধিক আন্দোলনকারী লংমার্চ নিয়ে নোয়াখালীতে যাবেন৷
লংমার্চে অংশগ্রহণকারী ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, ‘ধর্ষণবিরোধী ৯ দফার কর্মসূচির অংশ হিসেবে আমাদের প্রতিবাদ চলছে৷’
নোয়াখীলর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে গত ৫ অক্টোবর রাজধানীর শাহবাগ মোড়ে গণজমায়েত কর্মসূচি শুরু করে বামপন্থী কয়েকটি ছাত্র সংগঠন৷ এরপর শাহবাগে টানা কর্মসূচি ও মহাসমাবেশ করে তারা৷ ওই মহাসমাবেশ থেকে লংমার্চের ঘোষণা দেওয়া হয়।