ঢাবি’র শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে প্রামাণ্যচিত্র ও থিম সং অনুমোদন

নয়াবার্তা প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির এক সভা গত ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
সভায় শতবর্ষপূর্তি উপলক্ষ্যে নির্মিত প্রামাণ্যচিত্র ও থিম সং প্রদর্শন করা হয় এবং অনুমোদন দেয়া হয়। উপাচার্য প্রামাণ্যচিত্র ও থিম সং নির্মাণের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, প্রামাণ্যচিত্র নির্মাণ কমিটির আহবায়ক অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া এবং থিম সং কমিটির আহবায়ক অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা উপস্থিত ছিলেন।

Share