নিজস্ব ডেস্ক প্রতিবেদক : ভারতের তেলেঙ্গানা রাজ্যে সোমবার (৩০ মার্চ) করোনায় আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। জানা গেছে, তারা দিল্লির নিজামুদ্দিনের একটি মসজিদে তাবলিগ জামাতে অংশ নিয়েছিলেন। ওই জামাতে অংশ নেয়া আরেকজন গত সপ্তাহে ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগরে মারা যান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মধ্য মার্চে আয়োজিত ওই তাবলিগ জামাতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব এবং কিরগিস্তানের নাগরিকরা অংশ নেনে। পুরো ভারতজুড়ে গত ২৪ মার্চ থেকে ২১ দিনের লকডাউন হলেও দিল্লির ওই তাবলিগ জামাতে প্রায় ১৪ শ মানুষ একসঙ্গে ছিলেন। এদিকে ওই জামাতে থাকা ৩০০ জনকে ইতিমধ্যে দিল্লির বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। এছড়া ওই তাবলিগ জামাতে অংশ নেয়াদের সঙ্গে যারা সংস্পর্শে এসেছে তাদেরকেও খোঁজা হচ্ছে বলে ভারতীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১২শ জন। মারা গেছেন ৩২ জন।