নিজস্ব বার্তা প্রতিবেদক : করোনা ভাইরাসের কারণে দেওয়া লকডাউনে প্রায় দুই মাস বন্ধ ছিলো যাত্রীবাহী ট্রেন চলাচল। রবিবার ফের শুরু হলো ট্রেন চলাচল।
পূর্ব ঘোষণা অনুযায়ী অনলাইনে টিকেট বিক্রির মাধ্যমে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল শুরু করেছে ট্রেনগুলো।
এদিন ঢাকার উদ্দেশ্যে সকাল ৭টায় চট্টগ্রাম থেকে সুবর্ণ এক্সপ্রেস প্রথম ট্রেন হিসেবে কমলাপুরে রেল স্টেশনে আসে।
এরপর চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে বনলতা এক্সপ্রেস। সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস বেলা ১টা ৪৫ মিনিটে পৌঁছে। বিকালের পর পৌঁছবে চিত্রা, পঞ্চগড়। রাতে ঢাকা পৌঁছবে লালমনি এক্সপ্রেস ও সোনারবাংলা এক্সপ্রেস।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. মিয়া জাহান সংবাদমাধ্যমকে জানান, ট্রেনের টিকেটের বাইরে কোনো যাত্রী যেতে পারবে না। এ জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ট্রেনের টিকেট শুধুমাত্র অনলাইন থেকে কেনা যাবে। কাউন্টার থেকে কোনো টিকেটে বিক্রি করা হচ্ছে না।