দুদকে ২৬ জন সহকারী পরিদর্শক নিয়োগ

নয়াবার্তা প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনে (দুদক) জনবল বৃদ্ধির অংশ হিসেবে সহকারী পরিদর্শক পদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুদকের প্রশাসন বিভাগের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বকাউলের স্বাক্ষর করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, রাজস্ব খাতভুক্ত শূন্য পদের বিপরীতে ১১তম গ্রেডে সহকারী পরিদর্শক পদে ওই ২৬ জনকে নিয়োগ দেওয়া হয়। আদেশ অনুযায়ী তারা আগামী ১৬ আগস্ট দুদক সচিব মো. মাহবুব হোসেনের কাছে যোগদানপত্র জমা দেবেন। বিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্তরা যোগদানের দিন থেকে দুই বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন।

নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী পরিদর্শকরা হলেন- মো. সাজেদুর রহমান, খুরশিদা জাহান লিমা, মো. আশেক রহমান অনীক, মো. মাসুদ রানা, মো. ফারুক হোসেন, মো. সাইরিদ সেলিম ইকবাল, তুষার আবদুল্লাহ, মো. ওসমান গনী, মেরিনা জাহান, মো. সাখওয়াত কবির, মো. শরিফুল ইসলাম রায়হান, অভিজিৎ দে, নাছরিন খাতুন ইতি, মো. মারফিদুল হক, মো. শফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান, নাফিফা নাহরিন, মুহাম্মদ আবু ছাদেক, মো. শামীম, মো. মাজেদুল ইসলাম, মো. কাওসার আহমেদ, শেখ মো. সিরাজুল ইসলাম, ইশতিয়াক আহমেদ, মো. রিশাদ শামীম, জাবেদ হোসেন ও ফরিদ আহমেদ।

Share