নয়াবার্তা প্রতিবেদক : কান পাতলেই চারদিকে শুধু ফুটবল। এর মধ্যে ক্রিকেটের কথা কিছুটা বেখাপ্পা ঠেকতে পারে। তবে বাংলাদেশ আজ মাঠে নামছে গুরুত্বপূর্ণ এক ম্যাচে। শক্তিশালী ভারতের বিরুদ্ধে লিটন দাসের দল খেলবে তাদের সবচেয়ে পছন্দের সংস্করণ পঞ্চাশ ওভারের ম্যাচ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার দুপুর ১২টায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুরু হবে। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ইনজুরিতে থাকায় অধিনায়কত্বের গুরুদায়িত্ব এসে পড়েছে লিটন দাসের ওপর। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের চোখ থাকবে জয়ের দিকে’।
বিরাট কোহলি-রোহিত শর্মাদের বিপক্ষে নেতৃত্ব দেওয়া অনেক বড় কিছু—লিটন নিজেও মানেন সেটা। তবে ঘরের মাঠে ভারতের চোখে চোখ রেখে লড়াই করার কথা জানিয়ে দিলেন প্রত্যয়ের সঙ্গে।
লিটন বলেন, ‘আমরা এটা নিয়ে অনেক রোমাঞ্চিত। কারণ ভারত ভালো দল। আমরা সবাই জানি, যদি ভালো ক্রিকেট খেলি এখানে, তাহলে সম্মান বা সবকিছুই পাওয়া যাবে। এটাই মূল বিষয়। আমার মনে হয়, তারা খুব ভালো দল। তারা এখন আর আমাদের আন্ডারডগ মনে করে না।’
ভারতের ব্যাটিং কতটা শক্তিশালী, সেটা জানেন লিটন। বলেন, ‘ওদের ব্যাটিং লাইনআপটা ভালো। শুধু কোহলি না, ওদের আছে রোহিত-শেখর, রাহুল। তবে আমরা আত্মবিশ্বাসী আমাদের বোলারদের নিয়ে। আশাকরি ভালো কিছু হবে।’