দেশে করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্তের হার ২৬.৩৭ শতাংশ

নয়াবার্তা প্রতিবেদক : শিক্ষার্থীদের মধ্যে করোনা প্রতিরোধক টিকা কার্যক্রম শুরু হয়েছে। ছবিটি ধুনট সদর টিকা কেন্দ্র থেকে তোলা- ফোকাস বাংলা
শিক্ষার্থীদের মধ্যে করোনা প্রতিরোধক টিকা কার্যক্রম শুরু হয়েছে। ছবিটি ধুনট সদর টিকা কেন্দ্র থেকে তোলা- ফোকাস বাংলা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় ২৮ হাজার ১৮০ জনের মৃত্যু হলো।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৮৮ জনের। এ নিয়ে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ পৌঁছেছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৮৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪১ হাজার ২৯২ টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৬ দশমিক ৩৭ শতাংশ।

এতে আরও বলা হয়েছে, গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৫৭৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১ জন পুরুষ, ৩ জন নারী। এদের মধ্যে ২ জন ঢাকা ও ২ জন চট্টগ্রাম বিভাগের।

Share