দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়ালো, ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৩০, মৃত্যু ১৬

নিজস্ব বার্তা প্রতিবেদক : দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩১৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৯৩০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯৯৫ জনে।

আজ শনিবার (১৫ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। গতকাল শুক্রবার ১ হাজার ২০২ জন জন নতুন শনাক্তের এবং ১৫ জনের মারা যাওয়ার কথা জানানো হয়েছিল।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন। এ পর্যন্ত মোট ৪ হাজার ১১৭ জন সুস্থ হয়ে ওঠার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৬ হাজার ৫০১টি, আর পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৫৮২টি নমুনা। দেশের ৩৩টি ল্যাবে এ পরীক্ষা হয়েছে।

গত একদিনে যে ১৬ জনের মৃত্যু হয়েছে, তাদের বয়স ভিত্তিক পর্যালোচনা ও এলাকার বিষয়ে বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যে ১৬ জনের মৃত্যু হয়েছে, তারা সবায় পুরুষ। এই ১৬ জনের মধ্যে ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, এবং ১ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। এই ১৬ জনের মধ্যে ১২ জন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রাম বিভাগের এবং একজন রংপুর বিভাগের। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটির ৭ জন, ঢাকা জেলার ২ জন এবং গাজীপুর, মুন্সীগঞ্জ ও নরসিংদীর ১ জন করে রয়েছেন।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৪৯ জন। মোট আইসোলেশনে আছেন ৩ হাজার ৪৭ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন ২ হাজার ৫১০ জন। অদ্যাবধি কোয়ারেন্টিনে এসেছেন ২ লাখ ৩৬ হাজার ৯১৪ জন। আর ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭৭৩ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪৮ হাজার ১৪১ জন।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান ডা. নাসিমা সুলতানা। ধূমপায়ীরা করোনা ভাইরাসের অত্যাধিক ঝুঁকিতে আছে জানিয়ে সবাইকে ধূমপান ত্যাগ করার পরামর্শ দেন তিনি।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫ লাখ ৫৪ হাজার ৭৯৮ জন। এদের মধ্যে মারা গেছে ৩ লাখ ৭ হাজার ৯০৩ জন। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ লাখ ৪৩ হাজার ২৯১ জন।

Share