নিজস্ব বার্তা প্রতিবেদক : করোনাভাইরাস মোকাবিলায় নতুন নিয়োগ পাওয়া ২ হাজার চিকিৎসককে পদায়ন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওই চিকিৎসকদের কর্মস্থলের নাম দেওয়া হয়েছে। তাঁদের আগামী ১২ মে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
গত ৪ মে ২ হাজার চিকিৎসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই দিন এই চিকিৎসকদের ১২ মে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছিল।
এর আগে সরকারি কর্ম কমিশন ( পিএসসি) ৩৯তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে এই ২ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এই আদেশ জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, এই চিকিৎসকদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভ্যারিফিকেশন পরে হবে। করোনা পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের পাশাপাশি ৫ হাজার ৫৪ জন নার্সও নিয়োগ দেওয়া হয়েছে।