নরেন্দ্র মোদির সম্ভাব্য সফর ঘিরে শ্যামনগরে আনন্দের জোয়ার

নিজস্ব জেলা প্রতিনিধি : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য সফরের খবরে সাতক্ষীরার শ্যামনগরে মাতুয়াদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শ্যামনগরের ১০ হাজারের মতো মাতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা। সাতক্ষীরা জেলায় বিভিন্ন স্থানে মাতুয়া সম্প্রদায়ের ২০ হাজারের বেশি মানুষ রয়েছেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসছেন। এ সফর সূচির অংশ হিসেবে তিনি আগামী ২৭ মার্চ দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরের শক্তিপীঠ যশোরেশ্বরী কালী কালিমন্দিরটি পরিদর্শন করতে পারেন। এমন খবরে অন্যান্য মহলের মতো শ্যামনগর উপজেলায় বসবাসকারী মাতুয়া জনগোষ্ঠীর মানুষের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা মোদিকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ঈশ্বরীপুরের এই মন্দির পরিদর্শনে যাবেন নরেন্দ্র মোদি

ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান শুকুর আলী জানান, শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরের কালিমন্দিরটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য আগমন উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ চলছে। শ্যামনগর প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সকল প্রকারের কাজ চালিয়ে যাচ্ছি। সরকারের বিভিন্ন পর্যায়ের আইন-শৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা ঈশ্বরীপুর কালিমন্দির এলাকা পরিদর্শন করেছেন। তারা নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে।

সাতক্ষীরা জেলার মাতুয়া সম্প্রদায়ের সভাপতি ও শ্যামনগর উপজেলা সভাপতি কৃঞ্চান্দ মুখার্জী জানান, নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে মাতুয়া সম্প্রদায়ের মধ্যে আনন্দের বন্যা বইছে।

Share