নিউজিল্যান্ডপুলিশের পোশাকে হিজাবকে যুক্ত করলো

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : হিজাবকে পুলিশের পোশাক হিসেবে অন্তর্ভুক্ত করেছে নিউজিল্যান্ড। মূলত মুসলিম নারীদের পুলিশ বাহিনীতে যোগদানে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এর আগে ২০০৬ সালে যুক্তরাজ্যের লন্ডনের পুলিশ এমন সিদ্ধান্ত নিয়েছিল।

দেশটিতে সদ্য নিয়োগ পাওয়া পুলিশের নারী কনস্টেবল জিনা আলী হবেন প্রথম পুলিশ কর্মকর্তা, যিনি আনুষ্ঠানিকভাবে হিজাব পরবেন। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।

এ বিষয়ে পুলিশের একজন মুখপাত্র বলেন, নিউজিল্যান্ডের বহুজাতি গোষ্ঠীর সদস্যদের নিয়ে আরো বিস্তৃত পরিসরে সেবা দেয়াই তাদের উদ্দেশ্য। এতে করে আরো বেশি মুসলমান নারী পুলিশ বাহিনীতে যোগ দিতে আগ্রহী হবে বলেও আশা প্রকাশ করছেন তারা।

এ বিষয়ে জিনা আলী জানান, মানুষকে সহায়তা করার জন্য পুলিশ বাহিনীতে আরো বেশি মুসলিম নারীদের অংশগ্রহণ করা উচিত। নিউজিল্যান্ড পুলিশ বাহিনীতে পোশাকের অংশ হিসাবে হিজাব তুলে ধরতে পারায় খুব ভালো লাগছে। এটা দেখে আরো বেশি মুসলমান নারী পুলিশে যোগ দিতে চাইবেন বলেও জানান তিনি।

Share