নেত্রকোনা প্রতিনিধি : দশম শ্রেণির এক ছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে এক বখাটে। আজ মঙ্গলবার বিকেলে নেত্রকোনার বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ছাত্রীর নাম মুক্তি বর্মণ (১৬)। তার বাবার নাম নিখিল বর্মণ। অভিযুক্ত কিশোরের নাম কাউছার (১৯)। তিনি একই গ্রামের বাসিন্দা।
মুক্তির ভাই লিটন বর্মণ বিকেল ৫টার দিকে মোবাইল ফোনে কালবেলাকে জানান, তার বোনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুক্তি বর্মণের সহপাঠীরা বলে, মঙ্গলবার দুপুর ২টার দিকে স্কুল থেকে আমরা একসঙ্গে বাড়ি ফিরছিলাম। পথে কাউছার এসে দা দিয়ে মুক্তিকে কোপাতে শুরু করে। আমরা ভয় পেয়ে যাই। চিৎকারে লোকজন এসে মুক্তিকে আহত অবস্থায় বারহাট্টা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে নেত্রকোনায় পাঠানো হয়।
বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যাই। মরদেহ নেত্রকোনা হাসপাতালে আছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’