
নিজস্ব জেলা প্রতিবেদক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় ৩০ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির কাতলা মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে দৌলতদিয়ার লঞ্চ ঘাটের উজানে জেলে জয়নাল সরদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে মাছটি দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাটে দুলাল আড়তদারের আড়তে বিক্রির উদ্দেশ্যে আনলে ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বেশী লাভের আশায় ১হাজার ৬শ টাকা কেজি দরে ৪৮ হাজার ১৬০ টাকায় কিনে নেন।এ সময় মাছটি দেখতে স্থানীয়রা ভীড় করেন।
এ ব্যাপারে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, অনেকদিন পরে উন্মুক্ত নিলামে বাজার থেকে ৪৮ হাজার টাকায় এটি ক্রয় করি। এখন মাছটি ১৭শ টাকা কেজি দরে বিক্রি করবো বলে বড় বড় ব্যবসায়ীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করছি।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা-যমুনা নদীর মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। বর্তমানে ইলিশ মাছের আকাল থাকলেও এই ধরনের সুস্বাদু মাছ জেলেদের জালে বেশি ধরা পড়ছে।