প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেপ্তার

নিজস্ব জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ জুয়েল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দুপুরে পুলিশ আড়াইহাজার পৌরসভার কামরানীরচর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। তিনি ওই এলাকার নবী হোসেনের ছেলে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, নবম শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে জুয়েল নানা প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সেই সম্পর্কের সূত্র ধরে গত শনিবার রাত ১১ টায় প্রেমিকের আহ্বানে প্রেমিকা তার বাড়িতে যায়। এসময় জুয়েল তাকে ধর্ষণ করে।

তিনি বলেন, এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে জুয়েলকে আসামি করে সোমবার সকালে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ জুয়েলকে গ্রেপ্তার করে।

Share