নিজস্ব বার্তা প্রতিবেদক : বাংলাদেশে ‘ফেসবুক ডট কম ডট বিডি’ নামের ডোমেইনটি ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সোমবার ঢাকা জেলা জজ আদালত ফেসবুকের করা একটি মামলার প্রথম দিনের শুনানি শেষে এমন নির্দেশনা দেন।
একই সঙ্গে ডোমেইনটি রেজিস্ট্রি করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ বিষয়ে একটি শোকজ নোটিসও দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এই নোটিসের জবাব দিতে হবে।
আদালতে ফেসবুকের পক্ষে মামলা করা আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম বলেন, বাংলাদেশে ফেসবুক ডট কম ডট বিডি নামে ডোমেইনটি স্থায়ীভাবে বন্ধ চেয়ে গত পহেলা ডিসেম্বর ফেসবুক একটি মামলা করে। এই মামলায় ৫০ হাজার ডলার ক্ষতিপূরণও দাবি করা হয়।
তিনি জানান, ওই মামলার শুনানিতে ডোমেইনটি যে প্রতিষ্ঠানটি রেজিস্ট্রেশন করেছে তাকে সেটি প্রাথমিকভাবে ব্যবহার বন্ধ করার আদেশ দেওয়া হয়েছে। এই আদেশের পর মামলাটির বাকি বিচার প্রক্রিয়া চলতে থাকবে।