বাংলাদেশ অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন ৬২ রানের রেকর্ড ‘উপহার’ দিল

নিজস্ব বার্তা প্রতিবেদক : একটু চোখ ঘষে নিন। এরপর যা দেখবেন, আদতেই তা ঘটেছে! ৩, ৪, ৩, ৩, ১, ২, ১, ১*, ৪- ম্যাথু ওয়েডের ২২ ও বেন ম্যাকডারমটের ১৭ রান বাদ দিলে অস্ট্রেলিয়ার বাকী ৯ ব্যাটসম্যানের স্কোর। সর্বশেষটি অ্যাডাম জাম্পার। সাকিবের বলে যিনি ধরা পড়েছেন কাভারে, অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তিনি।

টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৬২ রানে অল-আউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। ১৪ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে তাঁরা। এর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে ৭৯ রানে অল-আউট হয়েছিল অস্ট্রেলিয়া, টি-টোয়েন্টিতে এতদিন সেটিই ছিল তাদের সর্বনিম্ন স্কোর।

১২৩ রান তাড়ায় ১৩.৪ ওভারেই গুটিয়ে গেছে সফরকারীরা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো প্রতিপক্ষেরও এটি সর্বনিম্ন স্কোর।

৯ রানে ৪ উইকেট নিয়েছেন সাকিব, ১২ রানে ৩টি নিয়েছেন সাইফউদ্দিন। নাসুম ২ উইকেট নিতে খরচ করেছেন ৮ রান।

ম্যাচের মাঝপথে মনে হচ্ছিল, কিছু রান কম হয়ে গেছে বাংলাদেশের। তবে আবারও যথেষ্টর চেয়ে বেশী কিছু হল সেটি। এ সিরিজেই সর্বনিম্ন রানের সম্বল নিয়ে জেতার রেকর্ড নতুন করে লিখেছিল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে এসে আবারও বদলে গেল সে রেকর্ডটা।

Share