বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন নিয়ে সন্তুষ্ট

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন বিদেশি পর্যবেক্ষকরা। ঢাকাস্থ বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে ও পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে।
একাদশ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা কানাডা, ভারত, নেপাল ও স্থানীয় পর্যবেক্ষকরা বিভিন্ন ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।

কানাডা থেকে আসা পর্যবেক্ষক তানিয়া ফস্টার রবিবার সকালে ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজ কেন্দ্র ঘুরে দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, আমরা এখন পর্যন্ত ৫টি কেন্দ্র ঘুরে দেখেছি। এখানকার পোলিং এজেন্ট থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার সবাই নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করছেন। ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। বাংলাদেশের একাদশ নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট।

ভারত থেকে আসা আরেক পর্যবেক্ষক গৌতম ঘোষ বলেছেন, অসাধারণ উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত আমার কাছে সবকিছু শান্তিপূর্ণ মনে হচ্ছে।

Share