
শপথ অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামসহ অন্য শিক্ষকরা অংশ নেন।শপথ নেওয়ার জন্য আজ বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা মিলনায়তনে জড়ো হতে থাকেন। বেলা সোয়া ১টার দিকে শপথ অনুষ্ঠান হয়।

বুয়েটে সন্ত্রাস রুখে দেওয়ার শপথ : শপথে আরও বলা হয়, বুয়েট প্রাঙ্গণে আর যেন নিষ্পাপ কোনো প্রাণ ঝরে না যায়, আর যাতে কেউ অত্যাচারিত না হন, সেটা সবাই মিলে নিশ্চিত করবেন। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের জ্ঞাতসারে হওয়া প্রতিটি অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সবাই সর্বদা সোচ্চার থাকবেন। এই মুহূর্ত থেকে বিশ্ববিদ্যালয়ের সবার কল্যাণ ও নিরাপত্তার জন্য তাদের ওপর অর্পিত নৈতিক, মানবিকসহ সব প্রকার দায়িত্ব সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন।
