নিজস্ব ডেস্ক প্রতিবেদক : বেশি টেস্ট করালে করোনায় আক্রান্তের সংখ্যায় ভারত ও চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে বিচলিত নয় বলে জানান ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের করোনা টেস্ট নিয়ে শুক্রবার ট্রাম্প বলেন, আমরা ২ কোটির উপর করোনা টেস্ট ইতোমধ্যেই করে ফেলেছি। মনে রাখবেন, যখন আপনি বেশি টেস্ট করবেন, তখন করোনা আক্রান্তও বাড়বে।
বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে ট্রাম্প জানান, পুরো যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ কোটির মতো টেস্ট হয়েছে। সেখানে জার্মানিতে মাত্র ৪ লাখ করোনা টেস্ট হয়েছে। করোনা মোকাবেলায় অভাবনীয় সাফল্যের জন্য যে দক্ষিণ কোরিয়ার কথা বলা হয়, সেখানে টেস্ট হয়েছে মাত্র ৩০ লাখ।
পুরো বিশ্বে প্রায় সাড়ে ৬৯ লাখ মানুষ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন।এর মধ্যে যুক্তরাষ্ট্রেই আক্রান্ত প্রায় ২০ লাখ মানুষ,।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারত এ পর্যন্ত ২ লাখ ৪৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সর্বোচ্চ আক্রান্তের দিক দিয়ে বিশ্বে এখন পঞ্চম স্থানে অবস্থান করছে ভারত। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ভারতে শনিবার পর্যন্ত ৪০ লাখ করোনা টেস্ট হয়েছে। এছাড়া চীনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১৭৭ জন ।