ভারতের সুপ্রিম কোর্টের রায়: পিতার সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার


বিশেষ সংবাদদাতা : ভারতের সুপ্রিম কোর্ট একটি মামলার রায়ে ল্যান্ডমার্ক ঘোষণা করেছে, পিতার সম্পত্তির ওপরে মেয়েদের সমান অধিকার আছে। এমনকি পিতার মৃত্যু ১৯৫৬ সালের আগে হলেও কন্যা তার অধিকার সুনিশ্চিত করতে পারবে। উল্লেখযোগ্য যে, ১৯৫৬ সালে ভারতে সাকসেশন সার্টিফিকেট প্রথা লাগু হয়। চালু হয় হিন্দু পার্সোনাল ল। সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুল নাজির এবং কৃষ্ণ মুরারিকে নিয়ে গড়া ডিভিশন বেঞ্চ তাঁদের আদেশে পরিষ্কার বলেছেন যে, ১৯৫৬ সালের আগেও যে কোনও মামলায় এই আদেশ কার্যকর হবে। শুধু তাই নয়, বিচারপতিরা তাঁদের রায়ে এই কথাও স্পষ্ট করে দিয়েছেন যে যদি একান্নবর্তী পরিবারের সদস্য হন পিতা তাহলে তাঁর স্বউপার্জিত সম্পদের ওপর যেমন কন্যা সন্তানদের অধিকার থাকবে তেমনই একান্নবর্তী পরিবারের সদস্য হিসেবে তাঁর প্রাপ্য সম্পদের সবটাই মেয়েরা দাবি করতে পারবে। সুপ্রিম কোর্ট একটি মামলায় কন্যার অধিকার সুনিশ্চিত করে এই রায় দেয়।

Share