‘ভূমি অফিসের এসিল্যান্ড থেকে পিয়ন, সবাই ঘুষের ভাগ পায়’

নিজস্ব বার্তা প্রতিবেদক : ১৩ জুন রবিবার আমির উদ্দিন নামে এক ব্যক্তি রাজধানীর দনিয়া ভূমি অফিসে এক কর্মকর্তার সাথে খুব বাক-বিতান্ডা করছে। পরে জানা গেলে আমির সাহেব তার ক্রয়কৃত জমির নামজারি করানোর জন্য গত তিন মাস ধরে ঘুরছে। কিন্তু ভূমি কর্মকর্তরা তাঁকে আজ বলে এই কাগজ নেই, কাল বলে ওই কাগজ নেই। তার মতে ভূমি কর্মচারীদের দাবিকৃত টাকায় রাজি হয়ে গেলে তারা ১৫ দিনের মধ্যে নামজারি করে দিত।

এভাবেই চলছে রাজধানীর ভূমি অফিসগুলোর কার্যক্রম। আমাদের অনুসন্ধানী প্রতিবেদনে বেড়িয়ে এসেছে রাজধানীর ভূমি অফিসগুলোতে দুর্নীতির নানা হালচিত্র।

নামজারিসহ বিভিন্ন কাজে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ভূমি মালিকরা। ঘুষ ছাড়া কোনো কাজই হয় না সবুজবাগ ভূমি অফিসে। ঘুষের রেটও মোটামুটি বেঁধে দেওয়া। প্রতিটি নামজারির জন্য অতিরিক্ত ২০ থেকে ৩০ হাজার টাকা করে ঘুষ দিতে হয়। এ ব্যাপারে নাম প্রকাশে অনচ্ছিুক ভূমি অফিসের এক সহকারী কর্মকর্তাকে প্রশ্ন করা হলে ঘুষ লেনদেনের কথা স্বীকার করে বলেন, ‘এ ঘুষ শুধু আমার পকেটেই যায় না। এর ভাগ সহকারী কমিশনার (এসিল্যান্ড) থেকে শুরু করে কানুনগো, সার্ভেয়ার, নামজারি সহকারী এমনকি পিয়ন-দারোয়ানরা পর্যন্ত পেয়ে থাকেন।’

ভূমি অফিসগুলো হয়রানি নিয়ে ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘মানুষের যাতে ভূমি অফিসে এসে কোন কাজ করতে না হয়- আমরা ভূমি ব্যবস্থাপনাটাকে সেই স্থানে নিয়ে যেতে চাই। আমি যদি মানুষকে কাজের জন্য অফিসে যাওয়া বন্ধ করতে পারি, তবে দুর্নীতি জিরো হয়ে যাবে। রাতারাতি তো মানুষকে বদলে দেওয়া যাবে না। এজন্য আমরা সিস্টেমে হাত দিয়েছি।’

মোহাম্মদপুর ভূমি অফিস : রাজধানীর মোহাম্মদপুর ভূমি অফিসে গিয়েও দেখা গেল একই চিত্র। ভূমি উপ-সহকারী কর্মকর্তা (সহকারী তহশিলদার) সঙ্গে সুনীল কর্মকার নামের এক ব্যক্তি তর্ক করছিলেন। সুনীলের অভিযোগ, তিনি হিন্দু বলে তার কাছ থেকে বেশি খরচ নেওয়া হচ্ছে। ঘুষ লেনদেনের কথা স্বীকার করে এক কর্মকর্তা বলেন, কোন কাজে কাকে কত ঘুষ দিতে হবে, সে বিষয়ে সহায়তার জন্য প্রতিটি ভূমি অফিসে ঝোলানো রয়েছে অঘোষিত ঘুষের তালিকা।’

ডেমরা ভূমি অফিসে গিয়ে দেখা যায়, কিছুটা চালাকি অবলম্বন করে কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ লেনদেন চলে। ডেমরা ভূমি অফিসের দুর্নীতি ও গ্রাহক হয়ারানি বিষয়ে জানতে চাইলে ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার নাজমুল হোসাইন বলেন, ‘ডেমরা ভূমি অফিসে দুর্নীতি হয় বা হচ্ছে এটা বলা যাবে না। যদি কারও বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে লিখিত জানান, আমরা ব্যবস্থা নিব।’

এ বিষয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গণমাধ্যমকে বলেন, ‘দুর্নীতির ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আমরা নিজেরাও চাই জনগণ যাতে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হয়। হয়রানি ও দুর্নীতি এখানে থাকতে পারবে না। এজন্য কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টিভঙ্গী ও কাজের পদ্ধতি পরিবর্তন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ মহাপরিকল্পনার অংশ হিসেবে বৃহৎ সংখ্যক ভূমিসেবা গ্রহীতাদেরকে স্বল্প ব্যয়ে, স্বল্প সময়ে ও হয়রানি মুক্তভাবে সেবা প্রদানের লক্ষ্যে আবহমান কাল থেকে প্রচলিত বিধি-বিধানের আলোকে চালুকৃত ভূমি উন্নয়ন কর আদায় পদ্ধতি ডিজিটাইজেশন করা হয়েছে।’

Share