ভ্যাট জাতীয় অর্থনীতিতে ম্যাজিকের মতো কাজ করেছে : ভূমিমন্ত্রী

নয়াবার্তা প্রতিবেদক : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘মূল্য সংযোজন কর বা ভ্যাট জাতীয় অর্থনীতিতে ম্যাজিকের মতো কাজ করেছে। এই ভ্যাট সিস্টেম যদি না থাকত, অর্থনৈতিকভাবে আমরা যে অর্জন করেছি তা কষ্টকর হতো। অর্থনীতিকে মজবুত করতে ভ্যাটের প্রয়োজন আছে।’

আজ শনিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা এবং সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের এই আয়োজনে ভূমিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ডাইরেক্ট ট্যাক্সের চেয়ে ইনডাইরেক্ট ট্যাক্স বেশি প্রচলিত। আস্তে আস্তে ডাইরেক্ট ট্যাক্সের ওপর আমাদের জোর দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘ধারাবাহিক সরকার থাকার কারণে দেশ অনেক এগিয়ে গেছে। বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। তবে বিএনপি-জামায়াতকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে তারা দেশের সর্বনাশ করে ফেলবে। তারা অনেক কিছু বলছে। তারা বিভিন্ন কূটনীতিকদেরও দ্বারস্থ হচ্ছে। স্বাধীন সার্বভৌম দেশে সমালোচনা করতে পারেন কিন্তু দেশের জন্য কী মঙ্গলজনক তা আমরা ভালো জানি। লন্ডনে বসে যদি দেশকে উল্টিয়ে দিতে চায়, তাহলে আমি মনে করি স্বপ্নের রাজ্যে তিনি বাস করছেন। এটা এত সহজ না। দেশ অনেক দূর এগিয়ে গেছে। আশা করি দেশের জনগণ ভুল করবে না।’

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান বলেন, ‘নতুন করে ৫টি ভ্যাট কমিশনারেট স্থাপন করতে যাচ্ছি। এর ফলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও আমরা যেতে পারব। ইউনিয়ন পর্যায়ে অনেক প্রতিষ্ঠান আছে যারা ক্যাপাবল, কিন্তু তারা এখনো ভ্যাটের আওতায় আসেনি। এগুলোকে আমরা ভ্যাটের আওতায় আনার চেষ্টা করছি।’

অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রামের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটর সৈয়দ মুশফিকুর রহমান বলেন, একটি স্বনির্ভর জাতি গঠন করতে হলে ভ্যাট দেওয়ার বিকল্প নেই। ইএফডিকে জনপ্রিয় করা, অনলাইনে ভ্যাট নিবন্ধন প্রদান, ভ্যাট রিটার্ন দাখিলসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা দিতে ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করা হবে।

এ সময় চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বলেন, ব্যবসার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা খুব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে দেশ এগিয়ে যাবে। দেশে যেন রাজনৈতিক স্থিতিশীলতা থাকে সেজন্য সবাই মিলে কাজ করতে হবে।

Share