
তিনি জানান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগে দেওয়া হয়েছে মন্ত্রী মোস্তফা জব্বারকে, তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্বে জুনাইদ আহমেদ পলক, স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী তাজুল ইসলাম এবং পল্লী উন্নয়ন সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে স্বপন ভট্টাচার্যকে।

