মাথায় গুলিবিদ্ধ হয়ে র‌্যাব সদস্যের মৃত্যু

নিজস্ব বার্তা প্রতিবেদক : রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে মাথায় গুলিবিদ্ধ হয়ে শুভ মল্ল (২৬) নামে এক র‌্যাব সদস্য মারা গেছেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে ওই ঘটনার পর বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

র‌্যাব জানিয়েছে, কনস্টেবল শুভ মল্ল র‌্যাব সদর দপ্তরে দায়িত্ব পালন করছিলেন। দুপুর আড়াইটার দিকে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকেল পাঁচটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে কিভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন-প্রাথমিকভাবে তা জানাতে পারেননি কর্মকর্তারা।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘শুভ একাই দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ তিনি মাথায় গুলিবিদ্ধ হন। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কিভাবে ঘটনাটি ঘটল তা তদন্ত করা হচ্ছে।’

এর আগে গত ৬ আগস্ট রাজধানীর রমনায় ঢাকা জেলা পুলিশ সুপারের সরকারি বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল মেহেদী হাসান গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই সময়ে পুলিশ কর্মকর্তারা জানিয়েছিলেন, পুলিশের ওই সদস্য নিজের নামে ইস্যু করা অস্ত্র ব্যবহার করে ‘আত্মহত্যা করতে পারেন’।

Share