মার্কিন গোপন নথি ফাঁসের ঘটনায় আটক ১

নয়াবার্তা ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাসংক্রান্ত অতি গোপন নথি ফাঁসের ঘটনায় দেশটির বিমানবাহিনীর ন্যাশনাল গার্ডের এক সদস্যকে আটক করা হয়েছে। ২১ বছর বয়সী ওই সদস্যের নাম জ্যাক টেক্সেইরা। তিনি একটি অনলাইন গেমিং গ্রুপের নেতা যেখানে ওই নথিগুলো ফাঁস করা হয়।

মার্কিন কর্মকর্তারা বলছেন, টেক্সেইরার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির আইনে অভিযোগ আনা হবে। যে আইনে প্রতিরক্ষাসংক্রান্ত গোপন তথ্য হস্তান্তর অপরাধ। ফাঁস হওয়া তথ্যের মধ্যে ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বের অন্যান্য দেশ সম্পর্কে সংবেদনশীল গোয়েন্দা তথ্য ছিল।

আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এ খবর দিয়েছে। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ডাইটন শহরের একটি বাড়ি থেকে টেক্সেইরাকে এফবিআই সদস্যরা আটক করে।

টেক্সেইরাকে আটকের একটি ফুটেজ সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, হাতকড়া পরিয়ে গাড়িতে তোলার আগে টেক্সেইরা হাত উপরে তুলে এফবিআই সদস্যদের আগে আগে হাঁটছেন। তাকে আটকের সময় পুলিশ কর্মকর্তারা ওই এলাকার সড়কগুলো বন্ধ করে দেন।

বার্তা সংস্থা রয়টার্সকে ডিক ট্রেয়াসি নামের এক স্থানীয় বাসিন্দা বলেছেন, এলাকায় ছয় থেকে আটজন সেনা সদস্য রাইফেল হাতে হাঁটছেন। এটা খুব শান্ত এলাকা।

আজ শুক্রবার টেক্সেইরাকে প্রথমবারের মতো বোস্টনের একটি আদালতে তোলা হতে পারে ধারণা করা হচ্ছে। তিনি পশ্চিম কেপ কডের ওটিস এয়ার ন্যাশনাল গার্ড ঘাঁটির ম্যাসাচুসেটস এয়ার ন্যাশনাল গার্ডের গোয়েন্দা শাখার সদস্য।

Share