নিজস্ব ডেস্ক প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ মিশিগান অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যম বিবিসি এতথ্য জানিয়েছে।
মিশিগানকে গুরুত্বপূর্ণ ‘ব্যাটেলগ্রাউন্ড স্টেট’ হিসেবে গণ্য করা হয়। এই অঙ্গরাজ্যের ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোটার রয়েছে, যাদের সবই বাইডেনের পক্ষে যাবে।
চার বছর আগে ডোনাল্ড ট্রাম্প এই রাজ্যে মাত্র ১০ হাজার ৭০৪ ভোটে জয়ী হয়েছিলেন, যেটা ছিল মিশিগানের ইতিহাসে সবচেয়ে কমভোটে জয়।
যুক্তরাষ্ট্রের ৫০ রাজ্য ও ডিস্ট্রিক অব কলাম্বিয়া (রাজধানী অঞ্চল) মিলে প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টোরাল ভোট ৫৩৮টি। বিজয়ী হওয়ার জন্য প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল ভোট।
সর্বশেষ তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে আর মাত্র কয়েকটি ইলেক্টোরাল ভোট প্রয়োজন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের। ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন তিনি। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেক্টোরাল ভোট।