নয়াবার্তা ডেস্ক : অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা আজ রোববার বিকেলে মিয়ানমারের রাখাইন রাজ্যে আঘাত হেনেছে। এতে দেশটিতে তিনজন নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর বার্তাসংস্থা এপির।
মিয়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ২০৯ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র আজ রোববার বিকেলে মিয়ানমারের রাখাইন রাজ্যের পাশের সিটুয়ে শহরে আছড়ে পড়ে। মিয়ানমারে আঘাত হানার আগে এটি বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ অতিক্রম করে। ওই সময় সেন্টমার্টিনেও বেশ কয়েকজন আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শান রাজ্যভিত্তিক একটি উদ্ধারকারী দলের বরাতে এপি জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে টাচিলেক শহরে এক দম্পতি মারা গেছেন। এ ছাড়া ঝড়ে বটগাছ চাপা পড়ে মান্দালয় অঞ্চলে আরেকজন মারা গেছেন।
এদিকে মিয়ানমারের সেনা তথ্য অফিস বলছে, ঝড়ে সিটুয়ে, কিয়াউকপিউ ও গওয়া শহরে ঘরবাড়ি, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মোবাইল ফোনের টাওয়ার, নৌকা ও ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাখাইনভিত্তিক সংবাদমাধ্যমগুলো বলেছে, সিটুয়ের নিচু এলাকার বাড়িঘর, রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এসব এলাকার মানুষজন বাড়িতে আটকা পড়েছেন। এমনকি ঝড়ে টাওয়ার ভেঙে পড়ায় অধিকাংশ এলাকায় টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে সিটুয়ে শহরের ৪ হাজার বাসিন্দাকে অন্য শহরে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া আরও ২০ হাজার মানুষ শহরের উঁচু এলাকায় অবস্থিত মঠ, প্যাগোডা ও স্কুলে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে এপি।