নিজস্ব ডেস্ক প্রতিবেদক : আফগানিস্তানের সশস্ত্র ইসলামি গোষ্ঠী তালেবানের নতুন কেবিনেটে স্থান পাওয়া হাক্কানি পরিবারকে, যুক্তরাষ্ট্র এখনও সন্ত্রাসী তালিকায় রেখে দোহা চুক্তি ভঙ্গ করছে বলে অভিযোগ করেছে তালেবান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
২০২০ সালে দু’পক্ষের শান্তি চুক্তি হওয়ার পরও যুক্তরাষ্ট্র নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির নাম এফবিআইর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রেখেছে। হাক্কানির মাথার দাম ১ কোটি ডলারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সন্ত্রাসী তালিকাতেও তার নাম রয়েছে বলে অভিযোগ করেছে তালেবান।
২০০৮ সালে কাবুলে হোটেলে বোমা হামলা চালিয়ে ৬জন মার্কিনীকে হত্যার অভিযোগে তাকে খোঁজা হচ্ছে। এছাড়া ওই বছর তৎকালীন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে সিরাজউদ্দিন হাক্কানির বিরুদ্ধে।
হাক্কানিকে ধরিয়ে দিলে কিংবা তাকে গ্রেফতারের তথ্য দিলে ৫০ লাখ ডলার পুরস্কার মিলবে বলে ঘোষণা দেওয়া আছে এফবিআইর ওয়েবসাইটে। ২০০৮ সালে তৎকালীন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হত্যাচেষ্টার একটি পরিকল্পনায়ও সিরাজ হাক্কানির যোগসাজশ ছিল বলে অভিযোগ রয়েছে।