রূপগঞ্জ ট্রাজেডি : সজীব গ্রুপের চেয়ারম্যানসহ আটক ৮

নিজস্ব জেলা প্রতিবেদক : রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেমসহ আটজনকে আটক করেছে নারায়নগঞ্জ জেলা পুলিশ। আজ শনিবার (১০ জুলাই) দুপুরে আবুল হাশেমকে তার গুলশানের বাসা থেকে আটক করা হয়েছে।

নারায়নগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, রুপগঞ্জের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ড ও অর্ধশতাধিক নিহতের ঘটনায় শনিবার দুপুরে গুলশানের নিজ বাসা থেকে আবুল হাশেমকে আটক করা হয়েছে। তিনি ছাড়াও এ ঘটনায় আরও সাতজনকে আটক করা হয়েছে। আটকের পর তাদেরকে নারায়নজঞ্জে নিয়ে আসা হয়েছে।

এদিকে ঘটনার পর শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সেখানে সাংবাদিকদের তিনি জানান, ‘এ ঘটনায় দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না।’

এর আগে, বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার পর রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে আগুন লাগে। আগুনে এ পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হয়েছে।

Share