নয়াবার্তা ডেস্ক : ভুলটা আইসিসিরই। তাদের ভুলের কারণেই খবরটা ছড়িয়ে পড়ে। গতকাল আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে প্রথমে জানানো হয়, টেস্ট র্যাঙ্কিংয়ে ১ নম্বরে উঠে এসেছে ভারত। আগে থেকেই সাদা বলের দুই সংস্করণের ১ নম্বর দল ছিল ভারত। অর্থাৎ মাত্র দ্বিতীয় দল হিসেবে একই সময়ে তিন সংস্করণের র্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছিল ভারত। এমন খবরে সামাজিক যোগাযোগমাধ্যমের টুইটে, পোস্টে উচ্ছ্বাসে ভাসছিলেন ভারতীয় সমর্থকেরা। তবে ভারতকে টেস্ট র্যাঙ্কিংয়ে ১ নম্বর দল দেখানোর কয়েক ঘণ্টা পরই সংশোধনী আনে আইসিসি। আর এমন ভুলের কারণে ক্ষমা চেয়েছে আইসিসি।
এক বিবৃতিতে আইসিসি বলেছে, ‘১৫ ফেব্রুয়ারি ২০২৩ সালে অল্প সময়ের জন্য প্রযুক্তিগত ত্রুটির কারণে ভারতকে আইসিসির ওয়েবসাইটে ১ নম্বর দল হিসেবে দেখানো হয়েছে। এমন ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি।’
সংশোধিত র্যাঙ্কিং অনুযায়ী টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে এখনো আছে অস্ট্রেলিয়াই। ২৯ ম্যাচে তাদের রেটিং পয়েন্ট ১২৬। সিরিজের প্রথম টেস্টে তাদের ইনিংস ব্যবধানে হারানো ভারত আছে ২ নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ১১৫। এর আগে দিনের প্রথম র্যাঙ্কিংয়ে ভারতের রেটিং ১১৫ থাকলেও অস্ট্রেলিয়ার দেখানো হয়েছিল ১১১।
১১ পয়েন্টে এগিয়ে থাকায় আপাতত নিরাপদ জায়গাতেই আছে অস্ট্রেলিয়া। তবে আইসিসির র্যাঙ্কিং প্রেডিক্টর বলছে, চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২ ম্যাচ ব্যবধানে জিতলে তবেই অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে উঠবে ভারত। তাই আপাতত অক্ষতই থাকছে দক্ষিণ আফ্রিকার অনন্য অর্জন। একমাত্র দল হিসেবে তিন সংস্করণে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার কীর্তি তাদেরই।