নিজস্ব বার্তা প্রতিবেদক : শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে আজ শনিবারও ঢাকামুখী যাত্রীর চাপ অব্যাহত রয়েছে। তবে আজ ফেরি সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের গাদাগাদি কিছুটা কমেছে। তারপরেও ঢাকামুখী যাত্রীর ঢল যেন থামছে না।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, শনিবার সকাল থেকেই শিমুলিয়া ঘাটে আসছে ঢাকামুখী শত শত যাত্রী। তবে আজ ফেরির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফেরিতে যাত্রীদের ঘেষাঘেষির অবস্থা কম হলেও ঢাকামুখী যাত্রীর সংখ্যা কোন মতেই কম নয়। কারণ বিগত কিছু দিনে ফেরির সংখ্যা ছিল কম।
অনেকক্ষণ পর পর ফেরি ছাড়তো, তাই এক সাথে অনেক যাত্রী জড়ো হয়ে যেত। কিন্তু আজ ফেরির সংখ্য বৃদ্ধি পাওয়ায় ফেরি চলছে ঘন ঘন। যাত্রীদেরও কাঁঠালবাড়ি ঘাটে বসে থাকতে হচ্ছেন না। ফেরি পেয়ে তারা চলে আসছে শিমুলিয়া ঘাটে। এখানে এসে তারা প্রতিদিনকার মত নাসিমন করিমন, অটোরিক্সা, অফ লাইনের উবারের মোটরসাইকেল ও গাড়িসহ নানা ধরণের লোকাল যানবাহনে ভেঙে ভেঙে তারা ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে ফিরতে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটস্থ এজিএম শো. শফিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার থেকে ১২টি ফেরি চলাচল করছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে। তবে ঢাকামুখী যাত্রীদের চাপ অব্যাহত আছে। ফেরি সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যাত্রীরা সাথে সাথে ফেরি পেয়ে যাওয়ায় গেদারিং কমেছে। তাই ফেরিতে যাত্রীর সংখ্যা কিছুটা কম মনে হলেও আসলে ঢাকামুখী মানুষের ঢল কমেনি। তাছাড়া শুক্রবার ঝড়ের কারণে বেশ কিছু গাড়ি আটকা পড়েছে কাঁঠালবাড়ি ঘাটে। তাই ফেরি চলচলও বাড়িয়ে দেয়া হয়েছে। কিন্তু শিমুলিয়া থেকে দক্ষিণবঙ্গগামী তেমন কোন গাড়িও নেই। নেই তেমন কোন মানুষের চলাচল। ফেরিগুলোকে শিমুলিয়া থেকে এক প্রকার খালিই চালিয়ে যেতে হচ্ছে কাঁঠালিবাড়ি ঘাটে।