শিল্পকলায় শুরু হচ্ছে গণসংগীতের উৎসব

বিনোদন প্রতিবেদক : চারদিন ব্যাপী জাতীয় গণসংগীত উৎসব শুরু হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উম্মুক্ত মঞ্চে। গণসংগীত সমন্বয় পরিষদের আয়োজনে ৪০টি দলের অংশগ্রহণে এই আয়োজন হবে। আগামীকাল থেকে শুরু হবে এই উৎসব। প্রথম দিন বিকাল পাঁচটায় উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

জাতীয় গণসংগীত উৎসবের আহ্‌বায়ক গোলাম কুদ্দুছ বলেন,’গণসংগীত লড়াই-সংগ্রামের হাতিয়ার। মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য এখনও অর্জিত হয়নি। রাষ্ট্র অনেক দূর এগিয়ে গেলেও শ্রেণি- বৈষম্য এখনও প্রকট। বিষয়টি মাথায় রেখে উৎসবের শ্নোগান নির্বাচন করা হয়েছে ‘গণসংগীতের অঙ্গীকার, সাম্য সম্প্রীতির বাংলাদেশ’।

গনসংগীতের পাশাপাশি নৃত্য, আবৃত্তি ও সেমিনারও থাকবে আয়োজনে।

Share