শেখ হেলালের মেয়ে, আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যেতে দেয়া হয়নি

নিজস্ব প্রতিবেদক : শেখ পরিবারের কাউকে বিদেশ যেতে এই প্রথম বাধা দেওয়া হলো। বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী, শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে শেখ শাইরা শারমিনকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেননি।

সূত্র জানিয়েছে, শেখ শাইরা দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইন্সের টিজি-৩২২ ফ্লাইটে চেক-ইন করলেও ইমিগ্রেশনে তাকে থামিয়ে দেওয়া হয়।

বিমানবন্দরে স্ত্রীকে বিদেশ যেতে বাধা দেওয়ার ঘটনাটিকে ‘বিব্রতকর’ হিসেবে দেখছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। পার্থ জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টি নিয়ে অনেকের সঙ্গেই কথা বলেছেন। এসবির ক্লিয়ারেন্সের বিষয়টি কীভাবে সুরাহা হয় তা দুয়েকদিনের মধ্যে দেখবেন বলেও জানান।

এ বিষয়ে আন্দালিব রহমান পার্থ জানান, ‘শেখ হেলালের মেয়ে বলে তাকে বাধা দেয়া হয়েছে। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ যাওয়ার পরে নাকি শেখ পরিবারের সবার এসবির ক্লিয়ারেন্স লাগে আলাদাভাবে।’

পার্থ বলেন, ‘শেখ পরিবারের সবাই তো এক না, তিনি আমার স্ত্রী, আমার তো একটা আইডেন্টিটি আছে। আমার স্ত্রী এর আগে ধানের শীষে নির্বাচনও করেছেন। আমার সঙ্গে সবসময় ছিলেন। তিনি তো হাউজওয়াইফ।’

উল্লেখ্য, শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং বাগেরহাট-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার ছেলে শেখ তন্ময়ও বাগেরহাট-২ আসন থেকে একই প্রতীকে নির্বাচিত হন।

Share