‘সিনেমাটি কৃতির জীবন বদলে দিয়েছে’

বিনোদন ডেস্ক : এরইমধ্যে কৃতি নিজের সাফল্যের ঝুলিতে জমা করেছেন ‘লুকাছুপি’, ‘দিলওয়ালে’, ‘মিমি’র মতো আলোচিত ও ব্যবসাসফল সিনেমা। সম্প্রতি তার দুটি সিনেমা দারুণ প্রশংসা কুড়িয়েছে। বছরের শুরুতে শহীদ কাপুরের সঙ্গে জুটি বেঁধে পর্দায় আসেন তিনি। ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’ শিরোনামের সিনেমাটিতে প্রথমবার রোবটের চরিত্রে তার অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করেন দর্শকরা।

এছাড়াও গত মার্চে মুক্তি পায় ‘ক্রু’ সিনেমাটি। এতে কারিনা কাপুর, টাবুর সঙ্গে তার বিমানবালা চরিত্রে অভিনয়ও নজর কাড়ে ভক্তদের। শুধু তাই নয়, সিনেমা বক্স অফিসেও বেশ সফলতার মুখ দেখে। সব মিলিয়ে চলতি সময়টা বেশ ভালোই কাটছে তার। তবে নিজের এমন অবস্থান একদিনে তৈরি হয়নি। শুরুতে তার যোগ্যতার মূল্যায়ন করা হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

কৃতি বলেন, ‘একটা সময় ছিল যখন আমি খুবই অস্থির আর হতাশ হয়ে পড়েছিলাম। যথেষ্ট যোগ্যতা থাকার পরও প্রথম সারিতে আসার মতো কাজের সুযোগ পাচ্ছিলাম না। যেখানে নিজেকে মেলে ধরতে এবং অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারব।’

তবে দীর্ঘ চেষ্টা আর ধৈর্য্যের পর সেই সুযোগও হাতে চলে আসে। যে সিনেমাটিকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট মনে করছেন কৃতি। তিনি বলেন, ‘সবকিছুই একটা নির্ধারিত সময় ঘটে। আমার ক্যারিয়ারেও সেই ঘটনা ঘটিয়েছে মিমি। উপযুক্ত সময়েই মিমি আমার কাছে ধরা দিয়েছিল। সিনেমাটি আমার জীবন বদলে দিয়েছে।’

Share