সিলেটে প্রধানমন্ত্রী

নয়াবার্তা ডেস্ক : বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের দেখতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সিলেট সার্কিট হাউসে যান প্রধানমন্ত্রী। বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস উইং নিশ্চিত করেছে।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সার্কিট হাউসে তিনি বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন এবং দিকনির্দেশনা দেবেন। এরপর ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টা পর্যন্ত তিনি সিলেটে নির্ধারিত এসব কর্মসূচিতে অংশ নেবেন।

পদ্মা সেতুর উদ্বোধনে আমন্ত্রণ পাচ্ছেন যারাপদ্মা সেতুর উদ্বোধনে আমন্ত্রণ পাচ্ছেন যারা
এর আগে, সকাল ৮টায় তিনি তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিন জেলা পরিদর্শনে রওনা হন।

হেলিকপ্টার থেকে প্রথমে নেত্রকোণা, তারপর সুনামগঞ্জ ও সবশেষে সিলেটে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বন্যাকবলিত এলাকা পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ‘লো ফ্লাই মুড’ বা নিচু হয়ে উড়বে, যাতে দুর্গত এলাকার অবস্থা স্পষ্টভাবে দেখতে পান সরকারপ্রধান।

Share