![](http://nayabarta.com/wp-content/uploads/2019/05/hc.jpg)
নিজস্ব বার্তা প্রতিবেদক : নভেল করোনাভাইরাসের মহামারীর কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অবকাশকালীন সকল ছুটি বাতিল করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এসব ছুটি বাতিল করেছেন বলে আজ ১৯ আগস্ট, বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ৬ আগস্টের পর থেকে চলতি বছরের সুপ্রিম কোর্টের সব অবকাশকালীন ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে।
গত ৬ আগস্ট বৃহস্পতিবার বিকাল তিনটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টের ২০২০ খ্রিস্টাব্দের বর্ষপঞ্জির ৬ আগস্ট পরবর্তী অবকাশকালীন ছুটিসমূহ বাতিল করা হলো বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর ফলে সুপ্রিম কোর্টের ক্যালেন্ডারে থাকা ২৮ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের ছুটি এবং ২০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বাতিল হয়ে গেল। এই সময় কোর্টও খোলা থাকবে।