নিজস্ব ডেস্ক প্রতিবেদক : বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টিকারী অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতার প্রাথমিক রিপোর্ট প্রকাশিত হবে আগামী সোমবার।
জানা গেছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা প্রতিষেধক ‘এজেডডি১২২২’ (আগে নাম ছিল চ্যাডক্স-১) এর প্রথম ধাপের হিউম্যান ট্রায়ালের রিপোর্ট সোমবার ল্যানসেট পত্রিকায় প্রকাশিত হবে। বায়োফার্মা কোম্পানি অ্যাস্ট্রাজেনেকাকে সঙ্গে নিয়ে প্রতিষেধকটি তৈরি করছে অক্সফোর্ড। খবর আনন্দবাজারের।
ল্যানসেটের পক্ষ থেকে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে প্রকাশ করা হচ্ছে রিপোর্টটি। এই গবেষণার নেতৃত্বে রয়েছেন বিজ্ঞানী সারা গিলবার্ট। ইবোলা প্রতিষেধক তৈরিতেও পথ দেখিয়েছিলেন তিনি।
এ ক্ষেত্রেও এজেডডি১২২২-এর সাফল্য নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত গবেষকদের একাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জুন মাসে জানিয়েছিল, সব চেয়ে বেশি আশার আলো দেখাচ্ছে ‘অ্যাস্ট্রাজেনেকার এজেডডি১২২২’।