নিজস্ব ডেস্ক প্রতিবেদক : একটি চার্টার্ড ফ্লাইটে তুরস্কের ১৫৪ জন নাগরিক ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে ঢাকা ছাড়ে ফ্লাইটটি। অপরদিকে ২০ বাংলাদেশিকে তুরস্ক থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বাংলাদেশ সিভিল এভিয়েশন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। খবর ইউএনবির
সিভিল এভিয়েশন সূত্র জানায়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় বিভিন্ন দেশ তাদের আটকে পড়া নাগরিকদের অন্য দেশ থেকে নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা থেকে ১৫৪ জন নাগরিককে ফিরিয়ে নিয়েছে তুরস্ক এবং তুরস্ক থেকে ২০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
অন্যান্য দেশের মতো বিভিন্ন দেশে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদেরকেও ফিরিয়ে আনছে সরকার।