২১ দিনেই এলো ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

গাজী আবু বকর : ডিসেম্বর মাসে প্রবাসী আয়ে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। প্রথম ২১ দিনে প্রবাসী আয় এসেছে ২০০ কোটি ৭২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বা ২ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রতি ডলার ১২০ টাকা হিসাবে ২৪ হাজার ৮৬ কোটি ৭৬ লাখ টাকা। এই সময়ে প্রতিদিন এসেছে ৯ কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৩৮০ ডলার। সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ প্রবাসী আয় এটি। গতকাল রোববার এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ডিসেম্বরের ২১ দিনে প্রতিদিন যে প্রবাসী আয় এসেছে সাম্প্রতিক সময়ে এমন প্রবাহ লক্ষ্য করা যায়নি। আগের মাস নভেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৩৩ লাখ ১৭ হাজার ডলার। আর আগের বছরের ডিসেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৬ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৩৩৩ ডলার।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, গত ২১ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬১ কোটি ৩১ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত কৃষি ব্যাকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার ডলার। সব বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩১ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ লাখ ৬০ হাজার ডলার।

একক ব্যাংক হিসাবে ডিসেম্বরের প্রথম ২১ দিনে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংক -এর মাধ্যমে ২৭ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার। দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে বেসরকারি ব্র্যাক ব্যাংক -এর মাধ্যম ১৫ কোটি ৯৩ লাখ ৯০ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যা পর্যালোচনায় দেখা যায়, গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার। যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। এছাড়া গত সেপ্টেম্বরে দেশে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। আর অক্টোবরে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

এর আগে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ২ দশমিক ৫৯ বিলিয়ন বা ২৫৯ কোটি ৮২ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে। বছরওয়ারি হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২০-২১ অর্থবছরে। ওই অর্থবছরে মোট রেমিট্যান্স আসে ২৪ দশমিক ৭৭ বিলিয়ন বা ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

Share