নিজস্ব বার্তা প্রতিবেদক : সুপ্রিম কোর্টের ৭০ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। এদের মধ্যে ৩১ জনকে নতুনভাবে, ৩২ জনকে পুনঃনিয়োগ এবং ৭ জন সহকারি অ্যাটর্নি জেনারেলকে ডিএজি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ রবিবার বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এদিকে, ২৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তাদের ইতপূর্বে দেওয়া নিয়োগ আদেশ বাতিল করে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে অপর এক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।