নিজস্ব বার্তা প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত বেড়েছে। এ দিন নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার ১৩৯ জন। তথ্য বলছে, এরচেয়ে বেশি শনাক্ত হয়েছিলেন গত ৭ সেপ্টেম্বর। অর্থাৎ ১০ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত সোমবার।
তবে এ দিন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যু বাড়েনি। আগের দিনেরই মতোই রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ২১ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও নারী ছয়জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যু হার এক দশমিক ৪৩ শতাংশ।
এর আগে রোববার নতুন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল এক হাজার ৮৩৭ জন। মৃত্যু হয়েছিল ২১ জনেরই। এরও আগে গত শনিবার এক হাজার ৫৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
দেশে এখন পর্যন্ত মোট চার লাখ ৩৪ হাজার ৪৭২ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এরমধ্যে ছয় হাজার ২১৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন তিন লাখ ৫১ হাজার ১৪৬ জন।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ১১৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭৬৮টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৫ লাখ ৫৬ হাজার ৯৬২টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্ত হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৯৯ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬০৪ জন। এ নিয়েই দেশে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৫১ হাজার ১৪৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮২ শতাংশ।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সংশ্লিষ্টরা বলছেন, দেশে করোনাভাইরাস এখনও নিয়ন্ত্রণে আসেনি। শনাক্ত ঊর্ধ্বমুখী। এরমধ্যে সোমবার ৭১ দিনের মধ্যে সর্বোচ্চ।