নিজস্ব ডেস্ক প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ফ্লোরিডায় বিশাল ব্যবধানে জিতেছেন ট্রাম্প। ফ্লোরিডার ২৯টি ইলেক্টোরাল ভোটও জিতেছেন তিনি।
এই অঙ্গরাজ্যে ৯৮ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ৫১ শতাংশ ভোট পেয়েছেন ট্রাম্প এবং ৪৭ শতাংশ পেয়েছেন জো বাইডেন। খবর ফক্স নিউজের
২০১৬ সালের নির্বাচনের চেয়েও এই অঙ্গরাজ্যে ট্রাম্প বেশি ভোট পেয়েছেন।এই রাজ্যে জয় পাওয়াটা ট্রাম্পের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৫১টি অঙ্গরাজ্য ও ডিসির মধ্যে ৩৬টির ফল পাওয়া গেছে। এতে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ২০৫ ইলেক্টোরাল ভোট পেয়েছেন, আর ট্রাম্প পেয়েছেন ১৭১টি। বিজয়ী হওয়ার জন্য প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল ভোট।
এবার ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোট পড়ার ইতিহাস গড়তে যাচ্ছে আমেরিকা।
ডোনাল্ড ট্রাম্প এবার পরাজিত হলে তা হবে ১৯৯২ সালে জর্জ ডব্লিউ বুশের পর প্রথম কোনো প্রেসিডেন্টের পুনঃনির্বাচনে হার। জাতীয় জরিপ বলছে, জো বাইডেন সুস্পষ্টভাবে এগিয়ে। যদিও প্রেসিডেন্ট হতে হলে মূল ব্যাটলগ্রাউন্ডগুলো জিতে আসতে হবে তাকে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টায় আর বাংলাদেশ সময় বিকেল ৫টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টায়)।
ভোটের শুরুতেই কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এবার নির্বাচন-পরবর্তী সহিংসতার আশঙ্কা যেমন আছে, তেমনি আছে জয়-পরাজয় নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের সম্ভাবনা।
পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ যে, সহিংসতার আশঙ্কায় দেশজুড়ে অনেক দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান আগে থেকেই বন্ধ রাখা হয়েছে। জনমত জরিপ সত্য হলে বাইডেনের সহজেই জয়ী হওয়ার কথা, এমনকি তার ভূমিধস জয়ও অসম্ভব নয়।
তবে যুক্তরাষ্ট্রে ভোটের জটিল সমীকরণে আবারও ‘ট্রাম্পকম্প’ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্নেষকরা। তবে গাণিতিক হিসাবে বাইডেনের জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ আর ট্রাম্পের ১০ শতাংশ। মনে রাখতে হবে, ২০১৬ সালের নির্বাচনে এমন এক পরিস্থিতির মধ্যেই জয় ছিনিয়ে এনেছিলেন ট্রাম্প।