ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার জন্য পাকিস্তানের উপর চাপ আসছে : ইমরান

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার জন্য বন্ধু দেশগুলোর কাছে থেকে চাপ আসছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষর করার পর পাকিস্তানকে নিয়েও গুঞ্জন শোনা যায়।

এমতাবস্তায় ইমরান খান এই মন্তব্য করলেন। ১৪ নভেম্বর, শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ সংস্থা মিডল ইস্ট মনিটর এমন খবর প্রকাশ করেছে।

এ বিষয়ে ইমরান খান বলেন, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য বন্ধুপ্রতিম দেশগুলোর চাপের মুখে রয়েছে পাকিস্তান। তবে ফিলিস্তিন সংকটের ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তান তা করবে না বলেও উল্লেখ করেন তিনি।

ভ্রাতৃত্বপূর্ণ কোন্ কোন্ দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার জন্য চাপ দিচ্ছে সে বিষয়ে কিছু বলেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী। তবে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে সৌদি আরবের নাম উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।

Share