করোনায় মৃত্যু কমল, বাড়ল শনাক্তের সংখ্যা

নিজস্ব বার্তা প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় (আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৩১৮ জন রোগী শনাক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবারের তুলনায় আজ মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৯৮ হাজার ২২৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ২১৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জন।

অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৩৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ১৯ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়। একই সময়ে শনাক্ত হন ১ হাজার ১৩৪ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার। দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

Share