নিজস্ব ডেস্ক প্রতিবেদক : মিয়ানমারে সামরিক সরকার জান্তার আদেশ পালন না করার জন্য ভারতের কাছে আশ্রয় চেয়েছে মিয়ানমারের ৩ পুলিশ কনস্টেবল। ওই তিন পুলিশ সদস্য উত্তরপূর্ব রাজ্য মিজোরাম সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করে।
সংবাদ মাধ্যম রয়টার্সের বরাতে জানা যায়, ভারতের মিজোরাম রাজ্যের সেরছিপ জেলার পুলিশ সুপার জানান, মিয়ানমার পুলিশের ওই তিন সদস্য বুধবার দুপুরে উত্তর ভানিলাফিয়া দিয়ে ভারতে প্রবেশ করে। স্থানীয় কর্তৃপক্ষ তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করছে এবং তাদের আশ্রয়ের ব্যবস্থা করে।
পুলিশ সুপার স্টেফেন লালরিনওমা বলেন, সামরিক শাসকদের কাছ থেকে তারা যে নির্দেশনা পেয়েছে তারা সেটা মানতে পারবে না, এ কারণে ভারতে পালিয়ে এসেছে। মিয়ানমারে সেনা শাসনের কারণে তারা ভারতে আশ্রয় চাচ্ছে।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক শাসন জারির পর বিক্ষোভে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী নির্বাচিত নেত্রী অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে দেশের শাসন জবরদখল করে। ভারতে চীনের নৃগোষ্ঠী, রোহিঙ্গাসহ মিয়ানমারের হাজারো শরণার্থী রয়েছে।