
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় একটি মাছের ঘের থেকে নুরনাহার বেগম (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ৬টার দিকে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের মাজাট অনন্তপুর গ্রামের স্থানীয় মোশারফের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নুরনাহার ওই গ্রামের আব্দুল গফফার গাজীর স্ত্রী।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয়দের কাছে খবর পেয়ে মৎস্য ঘের থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।”