নিজস্ব বার্তা প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে, যা গতকাল ছিল ৩০ জন। এর আগের দুই দিন এই সংখ্যা ছিল যথাক্রমে ৩২ ও ২৫।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৬০৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় ২০ হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া যায়। শনাক্তের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৩। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ছিল ১ হাজার ২৭২ জন, হার ছিল ৭ দশমিক ৫৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা এখন ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭।
সর্বশেষ করোনায় মৃত ৩৭ জনের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী। এঁদের মধ্যে ঢাকায় মারা গেছেন ১৬ জন, চট্টগ্রামে ১৫ জন, খুলনায় ও সিলেটে দুজন করে এবং রংপুরে একজন। আক্রান্তদের ২৪ জনই ষাটোর্ধ্ব বয়সের।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ২৪৮ জন।
দেশের ৪৭৮টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা করে এ ফলাফল পাওয়া যায়।