কাবুলে ইতালিয়ান সামরিক বিমান লক্ষ্য করে গুলি

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার সময় ইতালিয়ান একটি সামরিক বিমানকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। তবে এতে উড়োজাহাজটির কোনো ক্ষতি হয়নি।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়।

আফগানিস্তানের রাজধানী কাবুলের এই বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কায় আগেই জারি করা হয়েছিল উচ্চ সতর্কতা। এরই মধ্যে এ হামলার ঘটনা ঘটল। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের সতর্ক করেছে। যাঁরা বিমানবন্দরটির সামনে অবস্থান করছেন, তাঁদের অবিলম্বে ওই এলাকা ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইতালির সেই ফ্লাইটে থাকা ইতালিয়ান এক সাংবাদিক স্কাই২৪টিভিকে বলেন, উড়োজাহাজে প্রায় ১০০ জন আফগান নাগরিক রয়েছেন। উড়োজাহাজটি ওড়ার কয়েক মিনিটের মধ্যেই এ গুলির ঘটনা ঘটে।

১১ দিন আগে তালেবানের হাতে পতন হওয়া কাবুল থেকে ৮২ হাজারের বেশি মানুষকে উড়োজাহাজে করে সরিয়ে নেওয়া হয়েছে। দেশত্যাগে তাঁরা ব্যবহার করছেন হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর।

Share