ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় যুক্ত হচ্ছে জাতিসংঘ

নয়াবার্তা ডেস্ক প্রতিবেদন : কক্সবাজার থেকে ভাসানচরে সরিয়ে নেয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তার সঙ্গে যুক্ত হচ্ছে জাতিসংঘ। এ বিষয়ে আগামী শনিবার বাংলাদেশের সঙ্গে চুক্তি সই হতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ভাসানচরে রোহিঙ্গাদের সরিয়ে নেয়ার বিষয়ে শুরু থেকেই জাতিসংঘ বিরোধিতা করে আসছিল। পরে সেখানে একটি কারিগরি দল পাঠায় জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর এর দুই সহকারী হাইকমিশনারও ভাসানচর সফর করেন। এসব সফরের পর জাতিসংঘের তরফে ভাসানচর নিয়ে ইতিবাচক মনোভাব দেখা যায়।
গত বছরের ৪ঠা ডিসেম্বর রোহিঙ্গাদের কক্সবাজার থেকে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়। এ পর্যন্ত ১৮ হাজার ৫২১ জন রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হয়েছে।।

Share